চলতি বছর বাংলাদেশ ডেঙ্গুতে রেকর্ড মৃত্যুর ঝুঁকিতে পড়বে

- আপডেট সময় : ০১:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
চলতি বছর বাংলাদেশ ডেঙ্গুতে রেকর্ড মৃত্যুর ঝুঁকিতে পড়বে। এ নিয়ে সতর্কবার্তা দিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি সামাল দিতে না পারলে মহামারি আকার নেবে এ রোগ।
গাণিতিক হারে বেড়ে চলা রোগটির ঊর্ধ্বমুখী ধারায় সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২,৬৫৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন হাসপাতালে শয্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একদিনের ব্যবধানে ডেঙ্গু কেড়ে নিলো ১৪ জনের জীবন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ডেঙ্গু নির্মূলে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণ চিহ্নিত করতে ২০১৯ সালের ১২ নভেম্বর বিচারিক অনুসন্ধানে হাইকোর্টের দেয়া সম্পূর্ণ কার্যকর হয়নি চারবছরেও। ১০ দফা সুপারিশ বলা হয়েছিলো, মশা নিয়ন্ত্রণের কাজ সিটি করপোরেশনের হলেও রাষ্ট্রায়ত্ব সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ কাজ করতে হবে। এছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মশক নিধন কর্মপরিকল্পনা নিতে হবে।