গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পোশাক শ্রমিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন।
সকালে সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে এ শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। সমাবেশ ও বিক্ষোভ মিছিলটিতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অবিলম্বে ন্যূনতম ২৪ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানান তারা। এছাড়াও পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ নির্ধারণ, নারী ও শিশু নিরাপত্তা, শিক্ষা, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ৬ মাস আইন পাস করাসহ শ্রম আদালতে দায়ের করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।