ঝিনাইদহে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে কৃষক
- আপডেট সময় : ০২:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে পুকুর, জলাশয়, খাল-বিল আর জি কে সেচ খালে পানি নেই, ফলে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে কৃষক। বাড়তি টাকা খরচ করে পুকুর বা জলাশয়ে পাট পঁচাচ্ছেন অনেকেই। এতে বাড়ছে উৎপাদন খরচ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিগগিরই জি কে সেচ খালে পানি সরবরাহ করা হবে।
শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠ। যতদুর চোঁখ যায় সোনালী আশ পাটের সবুজ পাতার সমারোহ। এ মাঠেই পাটের পরিচর্যা আর মাঠ থেকে পাঠ কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ভালো হলেও এবার পাট পচানো নিয়ে চিন্তিত কৃষক। রোদে শুকিয়ে গেছে খাল, পুকুর, জলাশয়। অন্যান্য বছরের এই সময় জিকে সেচ খালে পানি সরবরাহ করা হলেও এবার এখন পানি দেয়নি কর্তৃপক্ষ। এতে জমিতে উৎপাদিত পাট কেটে তা পঁচানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, দ্রুতই জিকে সেচ খালে পানি সরবরাহ করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে, এ বছর জেলার ৬ উপজেলায় ২২ হাজার ৫’শ ২৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।