আজ সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ

- আপডেট সময় : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বিএনপির একদফা আন্দোলন মানেই অগ্নিসন্ত্রাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথ সভায় একথা বলেন ওবায়দুল কাদের। বিদেশীদের উদ্দেশে তিনি বলেন, দেশের সুষ্ঠু নির্বাচনে প্রধান বাধা বিএনপি, তা আবারো প্রমাণিত হয়েছে। বিএনপির সন্ত্রাসের প্রতিবাদে আজ সকাল থেকে ৫টা পর্যন্ত সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকদের জরুরী সভায় যোগ দেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর প্রবেশমূখে বিএনপির অবস্থান কর্মসুচীর সমালোচনা করে তিনি বলেন, ২০১৩/১৪ সালের নির্মম ও নৃশংস ঘটনার পুনরাবৃত্তি শুরু করেছে দলটি।
আন্দোলনের জন্য তারেক রহমানের টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, আদালত অবমাননা করে প্রতিনিয়ত আইন লংঘন করে যাচ্ছেন তারেক রহমান।
বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে রোববার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।