সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও হয়রানির প্রতিবাদে সমাবেশ করেছে ডিইউজে
- আপডেট সময় : ০৮:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে। পেশাগত দায়িত্ব পালনে বাঁধার সৃষ্টিকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ডিইউজের সদস্যরা অভিযোগ করেন, ক্ষমতাসীদের নির্দেশেই প্রশাসন অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর হামলার চালিয়েছে। আওয়ামী সরকার সুষ্ঠু গণমাধ্যমে বিরুদ্ধে উল্লেখ করে বক্তারা বলেন, সত্যি প্রচারের বাঁধা আসলে সাংবাদিক মহল বসে থাকবে না। এসময় গত তেরো বছর ধরে বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর হামলার মামলা নিয়ে সরকারের সমালোচনা করেন তারা। বলেন পেশাগত দায়িত্ব পালনের যারা বাঁধার সৃষ্টি কারিদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ সংবাদ প্রকাশে ও সকল হামলা মামলা বিচার না হলে সকল সাংবাদিক মহল এক হবে বলেও জানান সমাবেশে আসা বক্তারা।