বঙ্গবন্ধুর খু’নিদের আশ্রয়দাতাদের মুখে মানবিকতার কথা মানায় না : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
নানা অজুহাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনীকে ফেরত না দেয়ায়, যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের আশ্রয়দাতাদের মুখে মানবিকতার কথা মানায় না। সকালে ফরেন সার্ভিস একাডেমীতে এক অনুষ্ঠানে একথা বলেন এ কে আব্দুল মোমেন।
শোকের মাস আগস্ট উপলক্ষে রাধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতির পিতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃক্ষরোপন করেন। মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দফায় বঙ্গবন্ধুর ৬ খুনীর ফাঁসি কার্যকর হলেও, ৫ জন এখনও অধরা।
যুক্তরাষ্ট্র ও কানাডার কথা উল্লেখ করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, তারা মানবাধিকারের কথা বলে, অথচ খুনীদের আশ্রয় দেয়।