দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সরকার থাকাকালে উত্তরবঙ্গেন কখনো মন্দা দেখা দিবে না বলেও জানান তিনি। রংপুরে জনসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় থাকলে লুটপাট আর বাইরে থাকলে অগ্নিসন্ত্রাস করে বিএনপি।
রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে দলের সিনিয়র নেতারা ছাড়াও যোগ দেন নেতাকর্মী ও সমর্থকরা। নগরীর ১০ কিলোমিটার জুড়ে দলীয়দের ভিড়। জনসভার প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সাজানো হয় নগরীকে। শুরুতেই প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী সবসময় মানুষের ভাগ্য নিয়ে খেলে সেখানে ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন করে আওয়ামী লীগ।
বর্তমান সরকার থাকাকালে উত্তরবঙ্গে কখনো মন্দা দেখা দেবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
রাজনীতি ইস্যুতে সরকার প্রধান বলেন, দেশের উন্নয়নে সবসময় বাধা সৃষ্টি করে বিএনপি।
উন্নয়নের রাজনীতির ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে জনগণকে ফের পাশে থাকার আহবান শেখ হাসিনার।