এই সরকারের অধীনে আর কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আমির খসরু
- আপডেট সময় : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
এই সরকারের অধীনে আর কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটি দেশে ও দেশের বাহিরে স্পষ্ট হয়েছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে শেষে এ কথা জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ২৮ তারিখে লাখ লাখ মানুষের সমাবেশ প্রমাণ করেছে দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। কিন্তু বর্তমান সরকার বিগত নির্বাচনের মতো এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। গত ২৯ তারিখে সরকার সন্ত্রাসী বাহিনী, পুলিশ ও আনসার দিয়ে কিভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে তা সারা বিশ্ব দেখেছে বলে জানান তিনি। সমসাময়িক বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপ-কাউন্সিলর, জাপান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর, পাকিস্তান হাইকমিশনের হেড অব চার্জ, জার্মান দূতাবাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।