নির্বাচনে অপপ্রচার বন্ধে ইসিকে সহায়তা করবে ফেসবুক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
তফসিলের পর নির্বাচনী অপপ্রচার বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক, জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সকালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করে ফেসবুক কর্তৃপক্ষ। সিঙ্গাপুর মেটা থেকে তিন প্রতিনিধি সকালে ইসিতে আসেন। জাতীয় নির্বাচনে ফেসবুক ব্যবহার করে ইসি কোন প্রচারণা বা নির্বাচনী কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে মেটা। ইসির অতিরিক্ত সচিবসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এনিয়ে গণমাধ্যমে কোন কথা বলেনি ফেসবুক প্রতিনিধিরা। ইসির অতিরিক্ত সচিব বলেন, অপপ্রচার বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক। তফসিলের পর ইসির নির্দেশনা অনুযায়ী গুজব বন্ধ করবে ফেসবুক। বলেন, যোগাযোগে সুবিধার জন্য সমন্বয়কারী ঠিক করবে ফেসবুক ও ইসি।