দেশের ১৯ জেলায় বজ্রপাতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপে সারাদেশে বৈরি আবহাওয়া বিরাজ করছে।
ফলে দেশের ১৯ জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত এবং ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ১২ নদীর পানি। এ ছাড়াও আরও কয়েক নদ- নদীর পানি বিপৎসীমার সমান্তরাল ও কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জোয়ারের ঢলে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে, নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্র থেকে মাছ ছাড়াই নিরাপদ আশ্রয়ে ফিরছে শতশত মাছ ধরার ট্রলার। মাছ ছাড়া খালি হাতেই ফিরতে হচ্ছে জেলেদের।