তারেক-জোবায়দা’র মামলার রায় ঘোষণার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৫:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় অবিলম্বে আদালতের রায় প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবায়দা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি। নগরীর কান্দিরপাড় নিমতলী থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জে শহরের খানপুর এলাকায় বিক্ষোভ করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে নেতারা অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাহারের দাবি জানান।
আদালতের রায়ে প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। জেলা যুবদল সভাপতি মির্জা আবদুল জব্বার বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এদিকে, দক্ষিণ চট্টগ্রামে মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের আসামী করে এ পর্যন্ত ১০টি গায়েবি মামলা হয়েছে। ৫ থানায় ২ হাজার নেতাকর্মীকে এসব মামলায় আসামী করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার না করলে থানা ঘেরা করার হুঁশিয়ারি দিয়েছে দলটি। চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়ে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা গোপনে এসব মামলা রেকর্ড করছেন।