আগামী নির্বাচনী ইশতিহারের স্লোগান “স্মার্ট বাংলাদেশ” : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ২০৩৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে সমালোচনাকারীরাই এখন সবচে বেশি সুবিধা ভোগ করছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ইশতিহারের স্লোগান হবে–স্মার্ট বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভায় তিনি এসব কথা বলেন। স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে তাগিদ দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সেরর প্রথম সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নানা অপপ্রচারে ব্যঙ্গকারীরাই এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছে।
স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরি করে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে জানিয়ে, প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিকল্পনার বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার জানিয়ে তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে শহর কেন্দ্রিক মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।
স্মার্ট বাংলাদেশ হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ইশতিহারের স্লোগান. এমন ঘোষণাও দেন শেখ হাসিনা।