নীলফামারীতে নার্সারি করে স্বাবলম্বী গ্রামের অনেকেই
- আপডেট সময় : ০৪:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
নীলফামারীর হরিণচড়ার খানাবাড়ী গ্রামের বেশিরভাগ মানুষের উপার্জনের মাধ্যম নার্সারীতে চারা উৎপাদন। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় অনেকেই হয়ে উঠছেন উদ্যোক্তা। ফলে পরিবারে আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি আত্ননির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখাচ্ছে বেকার যুবকদের। জেলা প্রশাসক বলেন, উদ্যোক্তা তৈরিতে এই গ্রাম হতে পারে অনন্য এক দৃষ্টান্ত।
নীলফামারীর ডোমারে হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামে বাণিজ্যিকভাবে গাছের চারা উৎপাদন করে আর্থিক লাভবান ও স্বাবলম্বী হয়েছেন অনেকেই। এখানকার নানা প্রজাতির চারা স্থানীয় বাজার ছাড়াও যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যার কারণে গ্রামটি এখন চারা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
চারা উৎপাদনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেকেই হয়ে উঠেছেন উদ্যোক্তা। এতে পরিবারগুলোতে ফিরেছে স্বচ্ছলতা। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে বেকার যুবকদের।
নতুন প্রজন্মের উদ্যোক্তারা মনে করেন, এই খাতে বিনিয়োগ অনেক বেশি নিরাপদ ও সহজ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে চারা উৎপাদন কার্যক্রম আরও বাড়ানো যাবে।
জেলা প্রশাসক বলছেন, উদ্যোক্তা তৈরিতে উদাহরণ হতে পারে নীলফামারীর এই গ্রাম।
নার্সারি ব্যবসা সম্প্রসারণ ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।