মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে কাল মানববন্ধনের ঘোষণা দিয়েছে শিক্ষকরা
- আপডেট সময় : ১০:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীরা অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অবিলম্বে জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। এজন্য সারাদেশে আগামীকাল মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মানববন্ধনে বক্তারা, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানান। তাদের দাবি, ধর্মীয় শিক্ষার প্রসার ঘটলে উন্নত নৈতিক আচার-আচরণের মাধ্যমে সমাজে সব ধরনের দুর্নীতি রোধ করা সম্ভব। সরকার শিক্ষা ও নীতি-নৈতিকতার উন্নয়ন না ঘটিয়ে, দৃশ্যমান অবকাঠামোর উন্নয়ন দেখাতে গিয়ে জাতিকে মেরুদণ্ডহীন করছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের মাধ্যমেই এ সমস্যার সমাধান করা সম্ভব। মানববন্ধন থেকে সরকারের কাছে সকল বেসরকারি শিক্ষকের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা দেয়ার দাবি জানানো হয়। এসময় তারা, ইবতেদায়ী মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার সকল ব্যবস্থা গ্রহণের আহবান জানান।