বিএনপি আবারো সন্ত্রাস ও ষড়যন্ত্র শুরু করেছে : কাদের
- আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৮০১ বার পড়া হয়েছে
বিএনপিকে রাজনীতির ভয়ঙ্কর বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা আবারো সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির শ্লোগানেই প্রমাণ হয় ১৫ আগস্টের খুনী জিয়াউর রহমান। সকালে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে ধানমন্ডি ও বনানীতে শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে প্রথমে ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে তার প্রতিকৃতিতে এবং পরে বনানী কবরস্থানে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, শেখ কামালের জন্মদিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি আমাদের জীবনে বয়ে আনে শোকের বার্তা। এসময় বিএনপি চোরাপথে ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
রাজনীতির মাঠে আওয়ামী লীগের অবস্থান নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টের খুনীরা বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেতো বলে মন্তব্য করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এছাড়া দিবসটিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সহযোগী সংগঠন ও মহানগরের নেতাকর্মীরা।