সরকার পদত্যাগ না করা পর্যন্ত নির্বাচনে অংশ নেবে না বিএনপি : রিজভী
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৭৮১ বার পড়া হয়েছে
সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকার মহাসমাবেশে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা মহানগর বিএনপির সদস্য মাহমুদ হোসেনের নারায়ণগঞ্জের বাড়িতে গিয়ে নিহতের পরিবারের প্রতি শোক- সহমর্মিতা প্রকাশ শেষে এ কথা বলেন তিনি। রিজভী আরো বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন
হলেই কেবল অংশ নেবে বিএনপি, না হলে নয়। শেখ হাসিনাকে পদত্যাগ করে পার্লামেন্ট বাতিল করতে হবে। তারেক রহমান ও তার স্ত্রী বিরুদ্ধে আদালতের রায়ের বিষয়েও সরকারকে দোষারোপ করেন বিএনপির এই নেতা।