আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর বিস্তারের আশংকা বিশেষজ্ঞদের
- আপডেট সময় : ০৯:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর বিস্তারের আশংকা করছেন বিশেষজ্ঞরা। এ কারণে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। ডেঙ্গু চিকিৎসার পাশাপাশি গবেষণাগার স্থাপন ও ভ্যাকসিন তৈরির পরিকল্পনা নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন চাই’ শীর্ষক আলোচনায় এমন তথ্য জানান উপাচার্য ডা: শারফুদ্দিন আহমেদ।
রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ব বিদ্যালয়ের ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই আসছে নতুন নতুন রোগী। শরীর ব্যাথা, পেট ব্যাথা,বমি এমনকি রক্তক্ষরণের মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে অনেকে।
ডেঙ্গু জ্বর থেকে শক সিন্ড্রোম এড়াতে নানা পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়নন্ত্রনে চিকিৎসার পাশাপাশি গবেষনা ও ভ্যাকসিন তৈরীর উদ্যোগের কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ডেঙ্গু নিয়ন্ত্রন কমিটির সামাজিক উদ্যোগে সবাইকে পাশে থাকার আহবানও জানান ডা; শারফুদ্দিন আহমেদ।