মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবে নিহত ৮
- আপডেট সময় : ০১:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ ৪ জন। ইতোমধ্যে তাদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল।
উদ্বারকৃত মৃতরা হলেন সিরাজদিখানের খিদিরপুর গ্রামের এপি , ৮ বছরের ফারিয়ান ,৫ মাসের শিশু কন্যা হুমায়রা,মোকসেদা বেগম, ১০ বছরের সাকিবুল , ৮ বছরের সাজিবুল ও পপি আক্তার । পুলিশ ও স্থানীয়রা জানান গতকাল রাতে পদ্মার শাখা নদী গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় এলে বালুবাহী ব্লালহেডের সাথে মুখোমুখি সংর্ঘষে ডুবে যায় ট্রলার। এ সময়ে স্থানীয়রা ২ জনকে মৃত ও কয়েকজনকে জীবিত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ডুবরী দল একে একে ৬টি মরদেহ উদ্ধার করে। এ ঘটনার ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আসলাম খান জানান, এ পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্বার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। ঘটনার পর মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপনসহ নৌ পুলিশ, কোষ্টগার্ড ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।