আ’লীগ শুধু দেশের জনগণের কাছে দায়বদ্ধ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ শুধুমাত্র দেশের জনগণের কাছে দায়বদ্ধ মন্তব্য করে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কোনো প্রভু নেই। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভায়’ তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে নিতে, আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে, মাঠ পর্যায়ের তিন হাজার নেতা এবং জনপ্রতিনিধিকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা।
বর্ধিত সভার শুরুতে কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সভার সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘন্টাব্যাপি বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল– সাড়ে ১৪ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়েছে দেশ। পরিকল্পিত উন্নয়নের সুফল পাচ্ছে দেশবাসী। তাই ধারাবাহিকতায় রক্ষায়, ভবিষ্যতেও নৌকাকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, সরকারের গৃহীত পরিকল্পনা ও উন্নয়ন চিত্র দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। এজন্য তৃণমুল নেতাদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
জনগণের কাছে সকল দায়বদ্ধতা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, কোন অপশক্তিই আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না।
জনগণ চাইলে আবারও নৌকা মার্কা ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।