দেশে ডেঙ্গু টেস্টের পর্যাপ্ত কীট রয়েছে : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
- আপডেট সময় : ০৯:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৭২৭ বার পড়া হয়েছে
ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে বলে আশংকা করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, দেশে ডেঙ্গু টেস্টের পর্যাপ্ত কীট রয়েছে। সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভা শেষে এসব বলেন তারা।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
অনুষ্ঠানে কর্মজীবী মায়েদের মাতৃদৃগ্ধদানের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
মাতৃদুগ্ধের অনুষ্ঠান ছাপিয়ে গুরুত্ব পায় ডেঙ্গু পরিস্থিতি। অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচিব বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও বাড়তে পারে।
অন্য হাসপাতালে পর্যাপ্ত সিট খালি থাকলেও মানুষ মুগদা হাসপাতালে ভীড় করছে বলেও জানান ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।
ডেঙ্গু টেস্টের কীট ও তার মূল্য নিয়ে প্রশ্ন করলে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডেঙ্গু টেস্টর পর্যাপ্ত কীট রয়েছে।
দেশে স্যালাইনের কোনো সংকট নেই বলে দাবি করেন আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।