রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মানহানি মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ২০২৯ বার পড়া হয়েছে
ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। রিজভীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন তিনি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি এই মামলা করেন।
হিরো আলমের আইনজীবী আবদুল্লাহ আল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।
মামলায় হিরো আলম অভিযোগ করেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’