বিভিন্ন জেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর গৃহ এবং জমি প্রদান উপলক্ষে মতবিনিয়
- আপডেট সময় : ০৬:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
বিভিন্ন জেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায় ২য় ধাপে উপকারভোগী ভুমিহীন ও গৃহহীনদের গৃহ এবং জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষে মতবিনিয় ও প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন।
বরিশাল আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আগামী ৯ আগস্ট ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসনের কার্যক্রম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলায় মোট ৮৭৪টি ঘর গৃহহীনের মাঝে বিতরণ করা হবে।
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ২ শতাংশ জমিসহ ঘর হস্তান্তর ৯ আগস্ট।
ময়মনসিংহের ভূমি ও গৃহহীন ঘোষণার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী ৬ উপজেলায় ৭৯৫টি ঘর পাবেন গৃহহীনরা।
তথ্য জানাতে মতবিনিয় ও প্রেস ব্রিফিং করেছে রংপুর জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালীর ৩৭৩টি পরিবারকে ঘর প্রদান করে আরও দুইটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা দেয়া হবে।
যশোরে এবার জমিসহ ঘর পাবেন ১৮৮ জন ভূমিহীন পরিবার। ৯ আগস্ট প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ভূমিহীনদের সাথে তাদেরও জমিসহ ঘর বুঝিয়ে দেবেন।
কুড়িগ্রামে জেলা প্রশাসক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বুধবার ৯টি উপজেলায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৬৫৫টি।
আশ্রয়ণ-৪এর মুন্সীগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং উপজেলায় ৭০ জন ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর পাবেন।
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষ উপলক্ষে আগামী ৯ই আগস্ট বুধবার থেকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলাও। প্রস্তুতকৃত ৭শ’ ৫১টি ঘর দিয়ে এ ঘোষণা করা হবে।