সাগর-রুনি হত্যা মামলায় প্রকৃত অপরাধীদের এখনো শনাক্ত করা যায়নি : র্যাব
- আপডেট সময় : ০৭:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
সাংবাদিক দম্পতি সাগর- রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ একশ বারের মতো পেছালো। তদন্তকারী সংস্থা রেব বলছে, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার স্বার্থেই প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে। রেব কর্মকর্তা খন্দকার আল মঈন জানান, যুক্তরাষ্ট্রে আলামত পাঠিয়ে দুই সন্দেহভাজনের ডিএনএ নমুনা মিললেও, তাদের শনাক্ত করতে না পারায় আটকে আছে তদন্ত।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ, আবারও পিছিয়েছে। এ নিয়ে সাড়ে ১১ বছরে একশ বারের মতো পেছালো মামলার তদন্ত প্রতিবেদন।
সোমবার মামলার তদন্ত সংস্থা রেব প্রতিবেদন দাখিল না করায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেন।
এদিকে বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক
জানান, সাগর-রুনি হত্যা মামলার প্রকৃত অপরাধী খুঁজে বের করার জন্যই তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।
তিনি জানান, ২৫ জনের আলামত যুক্তরাষ্ট্রে পাঠিয়ে ডিএনএ টেস্ট করার পর, দুই সন্দেহভাজনকে শনাক্ত করতে না পারায়, আটকে আছে তদন্ত।
রেব ‘সর্বোচ্চ গুরুত্ব এবং আন্তরিকতার সঙ্গে’ মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন কমান্ডার খন্দকার আল মঈন।