বিটিআই দিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি জানান প্রতিটি ক্ষেত্রে নারীদের গুরুত্ব দেয়া হচ্ছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাটিজ কর্তৃক দুইদিনের আন্তর্জাতিক কনফারেন্স একথা বলেন। প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের নারীদের উন্নয়নের জন্যও কাজ করে যাচ্ছে বলেও জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেন শেখ হাসিনার নেতৃত্বে নারী বৈষম্য দূর হচ্ছে।