ভোক্তা অধিকারের সঙ্গে ডিবেট ফর ডেমোক্রেসির চুক্তি সই
- আপডেট সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ন্যায্য মূল্যে ভোক্তার নিকট পণ্য কেনার সুযোগ দিতেই কাজ করছেন তারা। সকালে, ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছায়া সংসদ পরিচালনায়, ডিবেট ফর ডেমোক্রেসির সঙ্গে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, ভোক্তার স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে, প্রতিষ্ঠানটি যেনো ব্যবসায়ীদের প্রতিপক্ষ না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ভোক্তা-অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে ছায়া সংসদ পরিচালনার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসিক মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সভাকক্ষে চুক্তিতে অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহম্মেদ চৌধুরী কিরন স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, ছায়া সংসদ বিতর্কে দেশের স্বনামধন্য ৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ন্যায্য মূল্যে ভোক্তার নিকট পণ্য কেনার সুযোগ দিতেই সচেষ্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়রাম্যান বলেন, ভোক্তার স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে, প্রতিষ্ঠানটি যেনো ব্যবসায়ীদের প্রতিপক্ষ না হয়ে ওঠে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
গণমানুষের স্বার্থে কাজ করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার আহ্বান জানান হাসান আহম্মেদ চৌধুরী কিরন।