বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী সারাদেশে উদযাপিত
- আপডেট সময় : ০৭:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী সারাদেশে উদযাপিত হয়েছে। আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণসহ নানা কর্মসূচিতে তাকে স্মরণ করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসক। ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠান শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ জন প্রশিক্ষিত নারী সেলাই মেশিন বুঝে পান।
বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সোহেল চত্বরে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতারা।
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দেয়া হয়।আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণে দিবসটি পালন হয়।
রংপুরে একই উপলক্ষ্যে হুইল চেয়ার বিতরণ হয়। এ সময় যুবলীগ ও সাবেক ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
নেত্রকোণার মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গমাতা জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লায় ১৭ উপজেলায় আলোচনা সভা, অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীতে।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আলোচনা সভা, সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
শিল্পকলা একাডেমী চত্বরে ঝিনাইদহে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
নওগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন, ৪০ জনকে নগদ টাকা বিতরণ করা হয়।
কুষ্টিয়ায় বঙ্গমাতার জন্মদিনে তাঁর কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সাভারে বিভিন্ন কর্মসূচিতে বঙ্গমাতার ৯৩তম জন্মদিনে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।