ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন মিরপুরে
- আপডেট সময় : ০৮:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন মিরপুরে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। স্বপ্নের শিরোপা নিয়ে ছবি তুলেছেন নারী ক্রিকেটার কোচিং স্টাফ, বিসিবি কর্তা এবং বিকেএসপির কিশোর ক্রিকেটাররাও। বৈশ্বিক টুর্নামেন্টের এই ট্রফি ছুঁয়ে দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই, প্রত্যাশা করেছেন এবারের বিশ্বকাপে রং ছড়াবে বাংলাদেশ। সকাল ৯টায় মিরপুরে আসে বিশ্বকাপ ট্রফি।
স্বপ্নের ট্রফি হাতে নিয়ে মিরপুরের সবুজ গালিচায় মুশফিকুর রহিম। তখন চোখে মুখেমুখে উচ্ছ্বাসের কমতি ছিলো না তাসকিন-মোস্তাফিজ, তানজিন সাকিবদের। মিরপুরে প্রথম প্রহরে এমন দৃশ্য অনন্য। হাসিমাখা ফ্রেমে অপূর্ণতা বলতে সাকিব, তামিম, লিটনের অনুপস্থিতি।
দলীয় ফটোসেশন শেষে টাইগার পেইস বোলিং নেতা তাসকিন এলেন সোনালী ট্রফি একটুখানি ছুঁয়ে দেখতে; তরুণ ওপেনার তানজিদ তামিমও মিস করেননি সে সুযোগ ।
নির্বাচক, ধারাভাষ্যকার, অনূর্ধ্ব-১৯, দল…. বিশ্বকাপ ট্রফি ঘিরে হোম অব ক্রিকেটে সবার আগ্রহ। ভবিষ্যৎ প্রজণ্মের তারকারাও মেতে উঠে স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে। ভারতের মাটিতে থাকবে যদি, কিন্তু, তারপরও প্রত্যাশার মাপকাঠিতে বাংলাদেশের কাছে বড় আশা।
শের-ই-বাংলায় টিম টাইগ্রেস নিজেরাও অনুপ্রাণিত; সাকিব-মুশফিকদের হাতে দেখছে আশার মশাল।
ট্রফি নিয়ে বুধবারও আছে ব্যস্ততা। ক্রিকেট অনুরাগীদের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সেখানে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবে ক্রিকেটপ্রেমীরা।