আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের হার বৃদ্ধির শঙ্কা : স্বাস্থ্য অধিদপ্তর
- আপডেট সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের হার অন্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি হতে পারে। এমন তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। যা দেশে ডেঙ্গুর অতীতের সব রেকর্ড অতিক্রম করতে পারে।
এ কারণে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অন্যদিকে, নগরবিদদের মতে, জলবায়ু পরিবর্তন, ভুল নগরায়ন, পরিকল্পনার অভাব ও সময়মতো পদক্ষেপের অভাবে রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গেলো ২৪ ঘন্টায় ডেঙ্গুতে সারাদেশে ১২ জন মারা গেছে। হাসপাতালে রেকর্ড ভর্তি ২ হাজার ৮৪৪ জন। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এ কমিটি গঠন করতে বলা হয়েছে। এদিকে, যুক্তরাজ্যের এক গবেষণায় জানা গেছে, কীটনাশক প্রয়োগের পরও ৭৪ শতাংশ উড়ন্ত ও বিশ্রাম নেয়া ডেঙ্গু মশা বেঁচে থাকছে। ঢাকায় মশা নিয়ে পরিচালিত এক গবেষণায় এমন চিত্র পাওয়া গেছে। কীটনাশকের মধ্যে চারটি বাংলাদেশের এবং একটি করে ভারত ও অস্ট্রেলিয়ার।