ভারী বৃষ্টিতে আবার বাড়ছে নদ-নদীর পানি
- আপডেট সময় : ০১:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
ভারী বৃষ্টিতে আবার বাড়ছে নদ-নদীর পানি। অনেক নদীই বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদীগুলোর পানি বাড়ছে দ্রুত। আগামী ৪৮ ঘণ্টায় দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধি আগামী দু-তিন দিন অব্যাহত থাকবে। একই সঙ্গে গঙ্গার পানিও বাড়বে আগামী ৭২ ঘণ্টায়।
ফেনীর ফুলগাজী ও পরশুরামে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষক। ইতোমধ্যে বন্যায় ঘর-বাড়ি, ফসলি জমি, মাছের খামারসহ নষ্ট হয়েছে অনেক গ্রামীণ সড়ক। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এর আগে টানাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর তিন স্থানে বাঁধ ভেঙে দুই উপজেলার ২০ গ্রাম প্লাবিত হয়।
ঢলের পানিতে দুই উপজেলার অন্তত ৮১৫ হেক্টর আমন ক্ষেত, ২০ হেক্টর বিভিন্ন সবজি ক্ষেত তলিয়ে আছে পানিতে। ভেসে গেছে ৩৭৫টি পুকুরের ৪৯ মেট্রিক টন মাছ। বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক।