হঠাৎ রাতারাতি মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত বগুড়ার জান্নাতি
- আপডেট সময় : ০৬:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
আগে ছিল মেয়ে, এখন হয়েছে ছেলে। পোশাক পাল্টিয়েছে, দেহের ধরনও পাল্টেছে। রীতিমতো হইচই পড়েছে পুরো এলাকায়। দলে দলে মানুষ তাকে দেখতে আসছে। ঘটনাটি বগুড়ার গাবতলী উপজেলার গোড়দহ গ্রামের। দারিদ্র্যের কারণে একদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসা, অন্যদিকে শিক্ষা। তারপরেও সবকিছু মেনে এগিয়ে যেতে চায় সে।
নাম ছিল জান্নাতি, এখন জান্নাতুল ফেরদৌস। বয়স ১৭। বাবা জহুরুল ইসলাম, মা শিল্পী বেগমের দু’সন্তানের মধ্যে সেই বড়। গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার জিপিএ-ফাইভ পেয়ে পাস করেছে। হঠাৎ গত সপ্তায় রাতারাতি রূপান্তরিত হয় ছেলেতে। নতুন এই জীবন পেয়ে উচ্ছ্বসিত সে।
এঘটনায় শোরগোল পড়েছে পুরো এলাকায়। প্রতিদিনই ভিড় বাড়ছে তার বাড়িতে। অভাব-অনটনে পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হলেও ভবিষ্যতে ডাক্তার হয়ে চায় জনসেবা করতে। পৌরসভা থেকে কিছু আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্যানেল মেয়র।
হরমোন-জনিত পরিবর্তনের কথা জানিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষার মতামত দেন চিকিৎসকরা।
প্রকৃতির পরিবর্তনকে মেনে নিয়ে মেধাবী এই যুবক চান উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। এ কারণে তার পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন সকলের প্রতি।