সরবরাহ সহজ হলে সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সরবরাহ সহজ হলে সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভোক্তার অধিকার নিশ্চিতে আইন প্রয়োগে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সকালে, রাজধানীর এফডিসিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ ছায়া সংসদ উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আইনের সীমাবদ্ধতা কাটিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি দ্রব্যমল্য স্থিতিশীল রাখতে ১০ দফা সুপারিশ তুলে ধরেন।
বাজারে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার পরিস্থিতি।ভোজ্যতেল, চিনি, ডিম,মুরগিসহ বেশ কয়েকটি পন্য ৫/৬ টি কপোরেট কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।
এমন বাস্তবতায় রাজধানীর এফডিসিতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত ছায়া সংসদ বিতর্কের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি।
‘শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে অংশ নেয়, ইডেন মহিলা কলেজ ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।
ছায়া সংসদের সভাপতি, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ১০ দফা সুপারিশ তুলে পেশ করেন। তিনি বলেন, আইনের সীমাবদ্ধতা কাটিয়ে ব্যবসায়ী ও ভোক্তা সবাইকে একসাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান ভোক্তার স্বার্থ সংরক্ষণে আইনের পাশাপাশি সামাজিক মূল্যবোধের তাহিদ দেন।
প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য সরবরাহ সহজ করা গেলে, সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করা সম্ভব।
ভোক্তা অধিকার নিশ্চিতে আইন প্রয়োগে সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি মানুষের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন টিপু মুনশি।
পরে বিতর্কে বিজয়ী ইডেন মহিলা কলেজের বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।