সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০২:২১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় আড়াই শতাধিক রোগী। হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ রোগী ঢাকা ফেরৎ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বেড়েছে আতঙ্ক। জেলায় প্রথম ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যুতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরার সরকারি হাসপাতালগুলোতে হঠাৎ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জ্বর, মাথা ব্যাথা আর বমি ভাব নিয়ে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশ ঢাকা ফেরৎ। রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল খোলা হয়েছে আলাদা ইউনিট। তবে হাসপাতালের ভেতরে ময়লা-আবর্জনা পরিস্কার না করার মশার উপদ্রব বাড়ছে বলে অভিযোগ রোগী ও স্বজনদের। জেলায় প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত জেলায় চিকিৎসা নিয়েছেন প্রায় আড়াই শতাধিক রোগী, এরমধ্যে ঢাকা থেকে ফেরা রোগীর সংখ্যা ৯০ শতাংশ বলে জানান, আবাসিক মেডিকেল অফিসার।
পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা জানান সিভিল সার্জন।
জেলায় এডিস মশার বিস্তার ঠেকাতে মশক নিধন কার্যক্রম জোরালো করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।