বিদেশ থেকে স্যালাইন আমদানির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
হঠাৎ করে ১০/১২ গুণ ডেঙ্গু বৃদ্ধিতে চাহিদা বাড়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এমন কথা জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, চাহিদা পূরণে দেশের সব স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে। প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আমদানির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।
দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল হতে হবে। কারণ মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে। মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশ দেয়া হয়েছে বেশি করে মশা মারার ওষুধ প্রয়োগ করার জন্য। এছাড়া সাধারণ মানুষকে সচেতন হতে হবে। যদি কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দেয় তবে চাহিদা মোতাবেক তা দ্রুত সরবরাহ করা হবে।