ঝিনাইদহে ব্যাপকভাবে জন্মাচ্ছে ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম
- আপডেট সময় : ০৬:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ২০৭৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ জুড়ে ব্যাপকভাবে জন্মাচ্ছে ক্ষতিকারক উদ্ভিদ পার্থেনিয়াম। যা মানব দেহ, ফসল এমনকি গবাদি পশুর জন্যও অত্যন্ত ক্ষতিকারক। পথে ধারে, বাড়ির আঙ্গিনায় ও ফসলের মাঠে জন্মানো এই আগাছার অপকারিতা কতটা তাও জানা নেই সাধারণ মানুষের। তবে কৃষি কর্মকর্তারা বলছেন ক্ষতিকারক উদ্ভিদ পার্থেনিয়াম সম্পর্কে মানুষকে সচেতন ও নিধনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের ফলন মারাত্মকভাবে কমে যায়। উদ্ভিদের পাশাপাশি প্রাণী জগতেও মারাত্মক ক্ষতি করে। পার্থেনিয়াম আগাছাযুক্ত গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলা, জ্বর, বদ হজমসহ নানা রোগে আক্রান্ত হয়। এ আগাছার স্পর্শে আসলে মানব দেহেও হাপানি, এজমা, ক্যান্সার, চর্মসহ বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে।
কয়েক বছর আগের তুলনায় এখন জেলা জুড়ে ব্যপকভাবে জন্মেছে এই উদ্ভিদ। যার ক্ষতির দিক ও নিরাময়ের নানা পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ।
ক্ষতিকারক আগাছা সম্পর্কে কৃষক ও সাধারণ মানুষকে সচেতন করতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে জানালেন কৃষি কর্মকর্তা।
জেলায় প্রায় ৫০ হেক্টর আবাদী জমিতে পার্থেনিয়াম নামক উদ্ভিদ জন্ম নিয়েছে।