নওগাঁয় দিনে-রাতে চুরি হচ্ছে মোটরসাইকেল
- আপডেট সময় : ০২:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
দিন কিংবা রাত; নওগাঁয় সমান তালে চুরি হচ্ছে মোটরসাইকেল। এসব চুরির সাথে জড়িত রয়েছে জেলা ও জেলার বাইরে একাধিক চক্র। মাদকের টাকা যোগাড় করতে অনেকে এই পথ বেছে নিচ্ছে বলে জানান সচেতন মহল।
দিনের বেলায় বাড়ির সামনে থেকে তালা ভেঙ্গে এভাবেই মোটরসাইকেল চুরিকরে পালিয়েগেলো দুই যুবক। বদলগাছীর ঝাপরিতলা গ্রামের এই ঘটনা ধরাপড়ে সিসি টিভি ক্যামেরায়।
এরপর ১০ জুলাই সন্ধ্যায় নওগাঁ শহরের আলুপট্টি এলাকা থেকে চুরি হয় সুবল নামে এক ব্যবসায়ীর মোটরসাইকেল। এভাবেই দিনে-রাতে চুরি হচ্ছে মোটরসাইকেল। শহর-গ্রাম কোথাও নিরাপত্তা মিলছে না। আর তাই ব্যয়বহুল এই বাহন হারিয়ে দিশেহারা চালকরা।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এসব ঘটনায় আইনের দারস্ত হওয়ার নজির খুব কম। তবে সম্প্রতি কয়েকটি মামলার অনুসন্ধানে জেলা ও জেলার বাহিরের বড় চর চক্রের সন্ধান মেলে। উদ্ধার করা হয় কিছু মোটরসাইকেল।
স্থানীয়রা বলছেন, সময়ের সাথে বেড়েছে মাদকের কারবার। একইসাথে দ্রব্যমূলের উর্ধ্বগতি। ফলে অল্প ঝুঁকিতে লাভবান হতেই এমন পথ বেছে নিচ্ছে অনেকেই।
মোটরসাইকেল ছাড়াও বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জেলায় ।