স্থপতি সাঈদ খন্দকারের একক চিত্র প্রদর্শনী শুরু
- আপডেট সময় : ০৯:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৮৬৫ বার পড়া হয়েছে
রাজধানীর গ্যালারি চিত্রকে শুরু হয়েছে স্থপতি সাঈদ খন্দকারের একক চিত্র প্রদর্শনী- অনন্ত নীরবতা। শিল্পীর হাতের পরশে চিত্রকর্মে তুলে ধরা হয়েছে শোকাবহ আগস্ট, পরিবেশ-প্রকৃতি ও গ্রাম বাংলার বৈচিত্র্যময় জীবন। প্রদর্শনীর উদ্বোধন করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে স্থপতি সাইদ খন্দকারের একক চিত্র প্রদর্শনী- অনন্ত নীরবতা। শেখ রাসেল স্মরণে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
আসাদুজ্জামান নূর বলেন, সব শিল্পকর্ম গণমানুষের কাছে পৌঁছে না। যার মাধ্যমে মানুষ দিকনির্দেশনা পায়; প্রভাবিত হয়, সেই সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
জল রং ও এক্রিলিক মাধ্যমে আঁকা ছবিগুলোয় শিল্পী তুলে ধরেছেন শোকাবহ আগস্ট, পরিবেশ-প্রকৃতি ও গ্রাম বাংলার বৈচিত্র্যময় জীবন।
প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ৬৬টি চিত্রকর্ম। আগামী ২৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।