১৫ আগস্টকে ঘিরে জ’ঙ্গি হাম’লার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই : খন্দকার গোলাম ফারুক
- আপডেট সময় : ০৮:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১৮০১ বার পড়া হয়েছে
১৫ আগস্ট- জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে নির্বাচনের বছর হওয়ায় সহিংসতা হতে পারে। তাই পুরো মাস জুড়েই পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে একথা বলেন খন্দকার গোলাম ফারুক। ইতিহাসের এই কালো দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, পেশাজীবী ও সুশীল সমাজ এবং সাধারণ মানুষ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট গভীর রাতে ধানমন্ডির ৩২ নাম্বারে সেনা অভ্যুত্থানে স্বপরিবারে নিহন হন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ইতিহাসের এই কালো দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, পেশাজীবী ও সুশীল সমাজ এবং সাধারণ মানুষ।
দিবসটিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি দেখতে সেখানে যান ডিএমপি কমিশনার।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গেলো বছরের তুলনায় এ বছর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বেশী মানুষের আসবে। সে দিক চিন্তা করে ডিএমপির পক্ষে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ব্যাগ নিয়ে ৩২ নম্বারে না আসতে ডিএমপির পক্ষে থেকে নির্দেশনা দেন তিনি।
সুনির্দিষ্ট কোনো জঙ্গি হুমকি না থাকলেও পুরো মাসজুড়ে পুলিশের সতর্ক পাহারায় থাকবে বলেও জানান খন্দকার গোলাম ফারুক।