শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের বিনম্র শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বনানীতে ১৫ আগস্ট নিহত শহীদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর সাড়ে ছ’টা ও ৭টায় শ্রদ্ধা জানান তাঁরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা। তিনি অভিযোগ করেন, তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে আঘাত হানতে চায়। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্টের পেছনে জিয়াউর রহমান, ২১ আগস্টের পেছনে তারেক আর এখন মানুষ পোড়াচ্ছে বিএনপি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রথমে ধানমন্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিউগলে বাজানো হয় করুণ সুর। এসময় বঙ্গবন্ধুকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। পরে ১৫ আগস্টের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এরপর ছোট বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বঙ্গবন্ধুর প্রতকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে পরিবারের সদস্যসহ ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা এবং গণতন্ত্রবিরোধী শক্তি দেশকে পিছিয়ে নিতেই হত্যা করে বঙ্গবন্ধুকে।
এখনও ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু।
বনানীতে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ১৫ আগস্ট হত্যাকান্ডের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন জিয়াউর রহমান।
এছাড়া দিবসটিতে ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন দলের সহযোগী সংগঠন ও মহানগরের নেতাকর্মীরা।