বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর প্রবাসী কর্মীদের সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, নির্যাতনের ঘটনায় সাথে সাথেই প্রতিবাদ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। রাজধানীতে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা।
রাজধানীর ফার্মগেটে ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত ১৫ আগষ্টের আলোচনা সভার ও দোয়া মাহফিলে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন বর্তমান সরকার।
পরীবাগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, মালয়েশিয়ায় আরব আমিরাতে সার্ভার জালিয়াতির ঘটনায় বিএমইটির কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।
রাজধানী ফার্মগেইটে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত ১৫ আগস্টের আলোচনায় দেশবিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করার হুশিয়ারি দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
এদিকে, ধানমন্ডিতে শোকাবহ ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে মহানগর উত্তরের আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনগুলো। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। এছাড়া আলোচনায় অংশ নেন মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবীরুল হক অনুসহ অনেকে।