ভোটকেন্দ্রের প্রাথমিক খসড়া প্রকাশ আজ
- আপডেট সময় : ০১:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক খসড়া প্রকাশ করা হবে আজ। মাঠপর্যায়ে পাঠানো ইসির এক নির্দেশনায় বলা হয়, ১১ সেপ্টেম্বরের মধ্যে দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে। খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে।
এছাড়া মাঠপর্যায় থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকা জেলা, উপজেলা নির্বাচন কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছাড়াও ইউনিয়ন পরিষদ পর্যায়েও প্রকাশ করা হবে। কারও কোনো দাবি-আপত্তি থাকলে উপজেলা, জেলা নির্বাচন কার্যালয় বা ইউএনও কার্যালয়ে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।