ভুয়া কাস্টমস অফিসারসহ গ্রেফতার ৪
- আপডেট সময় : ০৯:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
ভুয়া কাস্টমস অফিসার পরিচয়ে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের হোতা নজরুল ইসলামসহ তিন সহযোগিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে রেব। সংবাদ সম্মেলনে রেবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, দুই বছর ধরে প্রতারণা করে আসছিলো নজরুল চক্র।
নজরুল ইসলাম.. টিকটকে যিনি পরিচিত কাস্টমস অফিসার হিসেবে। দেখে বোঝার উপায় নেই তিনি ভুয়া। প্রতরণার মাধ্যমে মানুষকে সর্বশান্ত করাই তার লক্ষ্য। গাড়িতে সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে ভয়ভীতি দেখাতেন ব্যবসায়ীদের।
গ্রেফতারের পর তার কাছ থেকে কাস্টমসের ভুয়া পরিচয়পত্র, হ্যান্ডকাফ, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার, নগদ টাকা, পাসপোর্ট, কাস্টমসের ভুয়া প্রশ্নপত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত গাড়ি ও ২টি মোটরসাইকেল উদ্ধার করে রেব।
রেব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দুই বছর ধরে প্রতারণা করে আসছিলো নজরুল ইসলাম। ৭/৮ জনের একটি চক্রও গড়ে তোলে সে।
চাকরি প্রত্যাশিদের সরলতার সুযোগ নিয়ে এ পর্যন্ত ১৭ জনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে নজরুল। রাজস্ব বোর্ডে পিয়ন ও ঝাড়ুদার পদে ৪ জনকে চাকরি দিতেও সক্ষম হন তিনি।
ভুক্তভোগীদের আস্থা অর্জনে ভুয়া চুক্তিপত্র ও ভুয়া চেক দিত বলে জানান রেবের পরিচালক।