সাধারণ মানুষকে সম্মানজনক জীবনধারায় আনতে সর্বজনীন পেনশন স্কিম চালু : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পথ বেয়ে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে বাংলাদেশ। তার স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই স্কিম চালুর পর কাউকে আর ভাতার উপর নির্ভশীল থাকতে হবে না। ফলে সম্মানজনক জীবন দিতেই এই সরকারের নতুন এই কর্মসূচি বলে জানান শেখ হাসিনা। আপাতত চার শ্রেণির জন্য চারটি স্কিমে এই সুবিধা দেয়া হবে।
সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধনী অনুষ্ঠানে গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলো গোপালগঞ্জ, বাগেরহাট ও রংপুর জেলা প্রশাসন এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন দুখী মানুষের জন্য, তাদের মুখে হাসি ফোটাতেই সার্বজনীন পেনশন স্কিম চালু করছে সরকার। ভাতার উপর নির্ভশীল হবে না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, সর্বজনীন পেনশন হবে আয়ের উৎস।
সরকারী চাকুরীজীবী নন, এমন মানুষদের সম্মানজনক জীবন দিতে সরকারের প্রয়াস জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক বৈষম্যদূর করতে আগ্রহী ক্ষমতাসীনরা।
আওয়ামী লীগ কথা দিলে তা বাস্তবায়ন করে বলেও জানান শেখ হাসিনা। বলেন মানুষের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বক্তব্য শেষে সর্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।