এইচএসসি পরীক্ষা শুরু; প্রস্তুতি নিয়ে অসন্তুষ্ট অভিভাবকরা, আশাবাদী শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
দেশের ৮টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে চট্টগ্রামসহ তিন বোর্ডের সাড়ে ৩ লাখ শিক্ষার্থীকে আরও ১০ দিন অপেক্ষা করতে হবে। তাদের পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট। প্রস্তুতির জন্য সময় কম পেলেও পরীক্ষা নিয়ে আশাবাদী শিক্ষার্থীরা। তবে অসন্তুষ্টি জানান অভিভাবকরা। বোর্ড কর্তৃপক্ষ বলছেন, সময় কম পেলেও শর্ট সিলেবাসের কারণে কোনো সমস্যা হবে না।
রাজশাহী শিক্ষা বোর্ডে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৯৬০ জন। এরমধ্যে ছাত্র ৭৩ হাজার ৩০১ জন ও ছাত্রী ৬৫ হাজার ৬৫৯ জন।
যশোর বোর্ডের অধীনে ২২৭টি কেন্দ্র পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১০ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৯ হাজার ৪১৫ জন বেশি। প্রস্তুতির জন্য সময় কম পেলেও পরীক্ষা নিয়ে আশাবাদী শিক্ষার্থীরা। তবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা। বোর্ড কর্তৃপক্ষ বলছে, সময় কম পেলেও শর্ট সিলেবাসের কারণে কোনো সমস্যা হবে না।
কুমিল্লা বোর্ডের অধীনে ৬ জেলায় এবার ১ লাখ ১১ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। চারশত ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯২টি পরীক্ষা কেন্দ্রে ৪৭ হাজার ২৩৭ জন ছাত্র ও ৬৪ হাজার ৪৩৫ জন ছাত্রী অংশ নেয়।
সিলেট শিক্ষাবোর্ডে এবার এইচএসসিতে পরীক্ষার্থী ৮৩ হাজার ৭৬৫ জন। প্রথমদিন বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ড সচিব প্রফেসর কবির আহমদ জানিয়েছেন, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৪ হাজার ৬১৩ জন এবং ছাত্রী ৪৯ হাজার ১৫২ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার ৬৭ হাজার ২৮৯ জন পরীক্ষায় অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে ১৩১টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। ২০২২ সালের চেয়ে এবার কেন্দ্র বাড়ানো হয়েছে ৬টি। ৬৭ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী মধ্যে ছাত্র ৩৩ হাজার ২৪০ জন, ছাত্রী ৩৪ হাজার ৪৯।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৪ জেলায় ৭৬ হাজার ৬শ’ ৬১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছে। ২৯৩টি প্রতিষ্ঠানের অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৬ হাজার ১৮৭ জন এবং ছাত্রী ৪০ হাজার ৪৭৪ জন। ৯০টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।
দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ৬৬৩ টি কলেজের ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে ৫৪ হাজার ৫৯১ জন ছাত্র ও ৫৬ হাজার ৩৭১ জন ছাত্রী।
এদিকে, বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। আগামী ২৭ আগস্ট এ তিন বোর্ডের পরীক্ষা শুরু হবে।