মানুষের অধিকার ফিরিয়ে আনতে অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার: জি এম কাদের
- আপডেট সময় : ০৭:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
মানুষের অধিকার ফিরিয়ে আনতে অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে বনানীতে মহানগর উত্তর জাতীয় পার্টির বিশেষ সভায় তিনি একথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, উন্নয়নের নামে ঋণের বোঝা দেশের জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে। আওয়ামী লীগ কিছু মানুষকে সুবিধা দিয়ে সমাজে বৈষম্য তৈরি করছে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন জি এম কাদের।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির বিশেষ সভার আয়োজন করা হয়।
সভার প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ একদলীয় শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে।
টাকার হিসেবে দেশের উন্নয়ন কম দাবি করে তিনি বলেন, বড় বড় প্রকল্পের টাকা লুটপাট করে বিদেশে পাচার হচ্ছে।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে দলে নিয়ে উচ্চ সুবিধা দিয়ে সমাজে বৈষম্য তৈরি করছে আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন জি এম কাদের।