ঝিনাইদহে শীত প্রধান দেশের ফুল লিলিয়ামের বাণিজ্যিক চাষ

- আপডেট সময় : ০৩:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৮৮৬ বার পড়া হয়েছে
শীত প্রধান দেশের ফুল লিলিয়ামের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে ঝিনাইদহে। চাহিদা ও দাম বেশি হওয়ায় লাভের আশা করছেন চাষীরা । তবে ব্যয়বহুল উৎপাদনের কারণে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে তাদের। তাই স্বল্প সুদে ঋণসহ সরকারের নীতি সহায়তা চান ফুলচাষীরা।
লাল, হলুদ, সাদা বর্ণের মনকাড়া লিলিয়াম ফুল। অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রঙ আর ঘ্রাণ ছড়াচ্ছে বাগানে। দেখে মনে হয় কোন শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে রঙ তুলি দিয়ে এঁকেছেন অনবদ্য চিত্র। বর্ণবৈচিত্র ও দীর্ঘ স্থায়িত্বে চতুর্থ স্থান পাওয়া লিলিয়ামের সমাদর বিশ্বজুড়ে।
শীতপ্রধান দেশের এই ফুলের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে ঝিনাইদহে। দেশে এ ফুলের ব্যাপক চাহিদা থাকায় পরীক্ষামুলকভাবে চাষ করেন ৭ জন কৃষক। আশানুরূপ ফলও পেয়েছেন তারা।
লিলিয়াম ফুলের আবাদ ব্যয়বহুল। তবুও দাম ভালো হওয়ায় লাভের আশা করছেন তারা।
ঝিনাইদহে লিলিয়াম ফুলের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের প্রশিক্ষণসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে, সেই সাথে সহজ শর্তে ঋণ সুবিধা দিতে সহয়তা করছে কৃষি বিভাগ।
বর্তমানে ঝিনাইদহে ৭ টি রঙের ফুল আবাদ হচ্ছে। প্রতিটি ফুল দেড়’শ থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে।