সরকার পেনশন স্কিমের নামে টাকা চুরির নতুন ফন্দি করেছে: ফখরুল
- আপডেট সময় : ০৭:২৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনের ব্যয়ভার জোগাড় করতেই সরকার পেনশন স্কিমের নামে টাকা চুরির নতুন ফন্দি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর দয়াগঞ্জে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি একথা বলেন। ভয়ে সরকারের মুখ শুকিয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা কীভাবে রক্ষা করবে, সেই চিন্তায় পড়েছে তারা। আর স্থায়ী কমিটির সদস্যরা বলেন, যেসব দেশ গণতন্ত্রের পক্ষে, তারাই বাংলাদেশের প্রকৃত বন্ধু।
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন: প্রতিষ্ঠার একদফা দাবিতে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে গণমিছিল পূর্ব সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
নির্ধারিত সময় বিকাল ৩টা হলেও দুপুর ১২টা থেকেই মিছিল শ্লোগান দিয়ে দলে দল আসতে থাকে নেতাকর্মিরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ভারত যদি আবার ১৪ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়, তবে দেশের ১৮ কোটি জনগণ ছাড় দেবে না।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব বলেন, দিন যতই যাচ্ছে ততই সরকারের মুখ শুকিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সব কিছু লুটপাট করে দেশটাকে ফোকলা বানিয়েছে সরকার। এখন নতুন ফাঁদ- পেনশন স্কিম।সমাবেশ শেষে মির্জা ফখরুলের নেতৃত্বে বের হয় গণমিছিল।
মিছিলটি দয়াগঞ্জ, জনপদ মোড়, টিটিপারা, কমলাপুর স্টেডিয়ামের সামনে দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হয়।