ডেঙ্গুতে মানুষের জীবন আর বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় : কাদের

- আপডেট সময় : ০২:২১:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৮০০ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে যেমন মানুষের জীবন নিরাপদ নয়, তেমনি বিএনপির হাতে দেশের গণতন্ত্রও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের প্রধান দুই এই অভিন্ন শত্রুকে প্রতিরোধ করতে আহ্বান জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের জনসচেতনতা কর্মসূচির অনুষ্ঠানে তিনি একথা বলেন। কাদের আরও বলেন, বিএনপি তাকিয়ে আছে আমেরিকার দিকে–কখন আরো নিষেধাজ্ঞা ও ভিসানীতি আসবে তার আশায়। তাকিয়ে থাকতে থাকতে চোখের পাওয়ার কমে গেছে। কিন্তু আওয়ামী লীগ তাকিয়ে আছে দেশের জনগণের দিকে। এসময় দেশব্যাপী ডেঙ্গু বিরোধী কর্মসূচি আরো জোরদারে স্থানীয় প্রশাসনকে মশা নিধনে ব্যবস্থা নিতে হবে বলে জানান ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণগোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিমসহ অন্যরা। পরে ডেঙ্গু রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।