যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ সম্পর্কে ভারতের বার্তা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় : কাদের
- আপডেট সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ সম্পর্কে ভারতের বার্তা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আঞ্চলিক রাজনীতির বিষয়ে ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থের খাতিরে ভারত এমন বার্তা দিয়েছে নিজ তাগিদেই। রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু সচেতনতায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি । ডেঙ্গু ও বিএনপিকে দেশের দুই অভিন্ন শত্রু আখ্যায়িত করে, তাদের প্রতিরোধের আহ্বান জানান ওবায়দুল কাদের।
চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর রবীন্দ্র সরোবরে সচেতনতামুলক কর্মসূচির আয়োজন করে, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গুতে মানুষের জীবন নিরাপদ নয়, আর বিএনপির হাতে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়।
বাংলাদেশের বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রকে কোন বার্তা দিয়ে থাকলে, সেটি তাদের আঞ্চলিক রাজনীতির অংশ বলে মন্তব্য করেন তিনি।
আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে বিএনপি আমেরিকার দিকে তাকিয়ে থাকতে থাকতে তাদের দৃষ্টি কমে গেছে বলেও জানান ওবায়দুল কাদের।