অনেক দেশে নির্বাচন হলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মাথা ব্যাথা কেবল বাংলাদেশের নির্বাচন নিয়ে : মোজাম্মেল হক
- আপডেট সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
অনেক দেশে নির্বাচন হলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মাথা ব্যাথা কেবল বাংলাদেশের নির্বাচন নিয়ে। এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয়দাতা দেশের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশের পাশে থাকবে ভারত।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, সহিংসতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করতে চায় ভারত।
প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছর বিশ্বের অনেক দেশে নির্বাচন হলেও যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের বাংলাদেশের নির্বাচন নিয়েই যত মাথা ব্যথা।
বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিদের আশ্রয়দাতা দেশের মুখে মানবাধিকারের কথা মানায় না বলেও মন্তব্য করেন আ ক ম মোজাম্মেল হক।