নেত্রকোনায় বিএনপির পদযাত্রায় সংঘর্ষের জেরে ৫শ’ জনকে আসামী করে মামলা
- আপডেট সময় : ১০:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
বিএনপির পদযাত্রায় নেত্রকোনায় সংঘর্ষের জেরে ৫শ’ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। এতে গ্রেফতার আতঙ্কে ভুগছেন হবিগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, কর্মসূচি শেষে হেলমেট পরে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
ককটেল বিস্ফোরণে জড়িতদের নিয়ে নেত্রকোনা শহরের বনোয়াপাড়া এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। তবে ঘটনায় জড়িত সন্দেহে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার দেখিয়ে বিকেলে ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শনিবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ঘটনায় গুরুতর আহত হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবকে সকালে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে পৌঁছালে বাধা দেয় পুলিশ। দুই ঘণ্টার সংঘর্ষে শহরের প্রধান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রায় নাটোরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৩ জন আহত হন। বরগুনায় খন্ড খন্ড মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জে আহত হন অনেকে। এসময় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।